ও মন ফিরে চল আপন দেশে

ফরিদ সাইদ

মায়ের গর্ভ থেকে যখন এলাম দুনিয়াতে
ছোট-বড়ো বাড়ির সবাই খুশি হলেন তাতে!
তুলতুলে ত্বক হাত-পা নরম কোমল মুখের হাসি
আমায় নিয়ে পিতামাতার স্বপন রাশি রাশি!

ধীরে ধীরে বেড়ে ওঠা, এক পা দু পা চলা
মধুর সুরে শান্তমনে আব্বু আম্মু বলা!
এমনি করে জগৎ দেখি, দেখি আমার গাঁকে
কোনো রকম আঘাত পেলে ডাকি শুধু মাকে!

দয়ামায়া ভালোবাসা মহান রবের দান
কাছের লোকের মরণ দেখে কাঁদে আমার প্রাণ!
আজকে আমার কোথায় দাদা কোথায় আমার নানা
এখন তারা কেমন আছেন নেই যে কারো জানা!

হঠাৎ জানি দেহের থেকে বেরিয়ে যাবে জান
দুর্ভাবনায় দিবানিশি মন করে রে আনচান!
হাসি-কান্নার এই রঙ্গশালা চিরস্থায়ী না
থাকতে সময় চিনে নে মন আপন ঠিকানা!

থাকবো না রে পৃথিবীতে
বুঝলাম আমি শেষে
সুপথে
ও মন আমার ফিরে চল আপন দেশে!