বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মেদ রফিক বাবন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহেদুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম মিঠুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, দৈনিক যুগান্তরের সাব-এডিটর এমদাদুল হক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা সদস্য সচিব সামিউল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ- পিআইবি’র পারভেজ খন্দকার, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন, নাটোর জজকোর্টের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মখলেছুর রহমান মিলন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ডের সদস্য সচিব গাজী জালাল উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, পৌর জামায়াতের আমীর আলমাস হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আককাছ, গুরুদাসপুর রিপোটার্স ক্লাবের সভাপতি প্রভাষক সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুহু ইসলাম ও মাহবুব সরদার, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, যুগ্ন সম্পাদক সৈকত হোসেন, বড়াইগ্রাম প্রেসক্লাবের সদস্য দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আব্দুল কাদের সজল, বড়াইগ্রাম রিপোর্টার্স ক্লাবের সম্পাদক হযরত আলী, এশিয়ান টিভির লালপুর প্রতিনিধি উমর ফারুক, নয়াদিগন্তের জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি রেজাউল করিম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাসানুল বান্না উজ্জল (দৈনিক আমার দেশ), সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (দৈনিক ইত্তেফাক), যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী (মানবকন্ঠ), দপ্তর সম্পাদক সোহেল রানা (আমাদের সময়), প্রচার সম্পাদক ফারুক হোসেন আপন (আলোকিত বাংলাদেশ), সাহিত্য সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়াদিগন্ত), প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (আমার সংবাদ), সমাজসেবা ও পাঠাগার সম্পাদক আসমত উল্লাহ (ভোরের ডাক), ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন (সংগ্রাম), আইন বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাজন (এশিয়া বাণী) ও কার্য নির্বাহী সদস্য শাওন ভূঁইয়া (আলোর দিগন্ত), বড়াইগ্রামের কন্ঠস্বরের স্বত্তাধিকারী বাঁধন শাহ ও সাংবাদিক গাজী মখলেছ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, আইনজীবি, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক, ছাত্রনেতাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষেরা অংশ নেন।