নাটোর প্রতিনিধি-নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার একদিন পরই প্রত্যাহার করার
প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ফায়সাল আলম আবুলের সমর্থকরা।
বৃহ¯পতিবার (২৭ মার্চ) দুপুরে নাটোর শহরের তেবাড়িয়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন একতার মোড়ে এসে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা আহ্বায়ক কমিটিতে আবুলকে পুনর্বহালের দাবি করেন।
সমাবেশে কমিটি থেকে নাম প্রত্যাহার হওয়া বিএনপি নেতা ফয়সাল আলম আবুল ব্যাপার বলেন, গত ১৭ বছর আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে টিকে ছিলাম। অথচ ৫ তারিখের পর নাটোরে এমন মানুষকে বড় বড় পদবী দেয়া হচ্ছে যারা বিগত দিনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। আমাদেরকে নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য পদ দিয়ে তার পরেরদিন ই প্রত্যাহার করা হলো। আমাদের অপরাধটা কি? আমাদেরকে নিয়ে নোংরা রাজনীতি করছে কারা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া দরকার। তাছাড়া তৃণমূলের নেতাকর্মী হতাশ হয়ে পড়বে।
এ বিষয়ে কথা বলতে জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজের মুঠোফোন একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ২৪ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আবুল ব্যাপারিসহ পাঁচ নেতাকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য করে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। পরবর্তীতে ২৬ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ হাই তালুকদার ডালিম, সানোয়ার হোসেন তুষার, রাসেল আহমেদ রনি, শামসুল আলম রনি ও ফয়সাল আলম আবুলকে আহবায়ক কমিটি থেকে বাদ দেয়া হয়।