মজিবুল হক চুন্নু, তাড়াইল প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জের জেলা, তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরীণ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ রবিবার ১৮ মে অত্র অফিসে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠিত এপ্রশিক্ষণ কর্মশালায় ফোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের, সাব রেজিস্ট্রার মোঃ তরিকুল ইসলাম।
এ কর্মশালায় দলিল লেখার আধুনিকতার সহ নানাবিধ বিষয়ে , দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচরণ চর্চা, সুশাসন জবাবদিহিতা জোরদারকরনে দলিল লেখকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
জানা যায়, এ প্রশিক্ষণ কর্মশালায় তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের ৬০ জন কর্মরত দলিল লেখকের মধ্যে মৌলিক প্রশিক্ষণ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন,শ্রেষ্ঠ দলিল লেখক নাজমুল হক আকন্দ, দ্বিতীয়স্থান অধিকার করেন মোঃ হাফিজুল ইসলাম, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ আশরাফ উদ্দিন, চতুর্থ স্থান অধিকার করেন নূরে আলম সিদ্দিকী, পঞ্চম স্থান অধিকার করেন হুমায়ুন কবির উজ্জ্বল,।
অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়, প্রশিক্ষণ শেষে তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ তরিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের হাতে ক্র্যাচ ও সনদপত্র তুলে দেন।