লালমনিরহাটের আদিতমারীতে আল আমিন (২৫) নামে এক মাদক সেবী প্রকাশ্য মাদক সেবনের দায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।
দ্বন্ডপ্রাপ্ত মাদক সেবী আল আমিন লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সর্দার পাড়া এলাকার ইব্রাহিমের মিয়ার ছেলে।
মঙ্গলবার
(২ ফেব্রুয়ারি ) রাতে আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী বিসিক শিল্প নগরী
এলাকায় আল আমিন প্রকাশ্য ইয়াবা সেবন করতেছিল গোপন সংবাদের ভিত্তিতে মাদক
নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ইউএনও ও পুলিশের দল অভিযান চালিয়ে মাদক
সেবীকে আটক করে । এ সময় তার দেহ তল্লাশী করে ৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার করে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত
টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী
অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।
পরে দ্বন্ডপ্রাপ্ত আল আমিনকে রাতেই লালমনিরহাট কারাগারে প্রেরন করেছে পুলিশ।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন , নিশ্চিত করে জানান, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে দন্ডাদেশ প্রদান করা হয়।