সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচন স্থগিতাদেশ খারিজ হয়ে যাওয়ায় গতকাল রোববার আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরসভার বর্ধিত শহর এলাকার ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দাবি জানিয়ে বর্তমান পৌর মেয়র আব্দুল ওহাব উচ্চ আদালতে রিট করেন। বিজ্ঞ আদালত ঐ রিটের প্রেক্ষিতে আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য উক্ত নির্বাচন ৩মাসের জন্য স্থগিতাদেশ দেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইজীবী ঐ স্থগিতাদেশ খারিজের জন্য উচ্চ আদালতের আপিল বেঞ্চে আবেদন করেন। গতকাল রোববার ঐ আবেদনের শুনানী শেষে মহামান্য আদালত রাষ্টপক্ষের আবেদন যথার্থ বিবেচনা করে নির্বাচন স্থগিতাদেশের ঐ রিট খারিজ করে দেন। সংশ্লিষ্ট সূত্রে বিকালে ঐ খবর পৌরসভায় এসে পৌঁছালে নির্বাচনমুখী পৌরবাসী এক আনন্দ মিছিল বের করেন। পৌর ভবন চত্বর থেকে বের হওয়া ঐ মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর ভবন চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, কৃষক লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্র লীগের সভাপতি এসএম সোহাগ ও এনএ কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন পৌর মেয়র আব্দুল ওহাব উচ্চ আদালতে উদ্দেশ্য প্রণোদিত ঐ রিট করে পৌরবাসীর ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু তার সে ষড়যন্ত্র সফল হয়নি। তিনি পরাজিত হয়েছেন। জয় হয়েছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম রেজার তথা পৌরবাসীর। তবে যে কুচক্রীমহল নির্বাচন কমিশন ঘোষিত আগামী ১৬ জানুয়ারীর ঐ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তাদের শেষ রক্ষা হবেনা। বাংলাদেশ আওয়ামী লীগ তথা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা পৌরবাসীর কাছে তাদের জবাবদিহি করতে হবে।