দেখা হবে ??

দেখা হবে তাই……
ঐ আকাশের গায়ে..দূর বহুদূর সম নীল সীমানা পেরিয়ে..অদূর দিগন্তে নীলিমায় খুঁজে অন্তরে।।
বসে নিরালায়..মনে নানা কথা কয়..দেখেনা তো লোচন..মনের কী জ্বালাতন!তার দৃষ্টি ত বাহিরে।

না হয় বুঝিব..আছো মিশে..নিঃশ্বাসে নিঃশ্বাসে..
আবেগি মন..দেখিনি বদন..রাখা হয়নি হাতে হাত
হয়নি পাসে বসা..না হইছে পূর্ণ আশা..তবে কেন?
তারে এত খুঁজে মন..দেখিয়ে নানান অজুহাত।

চিনতে পারবে কী..ভুলেই বসেছে নাকি..যা কথা
হয়েছিল..সবি কী এলোমেলো? নাকি সম মিছে?
বলেছিল দেখা হবে..প্রাণ খুলে কথা কবে..সত্য
কী?না শুধু ঘুরি আলো ছেড়ে আলেয়ার পিছে।

যদি দেখা পাই এতটুকু..বাঁধিব সবটুকু..মনে যা
আসে..নিরালা বসে..রাখিবার নাই কিছু ক্রুটি।
সে শুনিবে তো ঠিক?না কী চাহিবে ঐদিক..যেমন চেয়ে আছে চাতকের ন্যায়..শুকনো আঁখি দু’টি।

থাকুক না তার মত..নিয়ে বুকে শতত..কথা দিয়ে না রাখে যদি..নিঃসন্দেহে পুড়বে দমে দমে কায়া।
ছিন্ন ক্ষতবিক্ষত মন থাক নদীর এ পাড়ে..শূন্যতা নিয়ে যাই ঐপাড়ে..নিয়ে থাকুক মোর দেয়া মায়া।