চাটমোহরে ‘বড়াল রক্ষা আন্দোলন’ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ
পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৬ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় “করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা এবং বড়াল নদীর দখল, দুষন প্রতিরোধে করনীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভাটির আয়োজন করে স্থানীয় বড়াল রক্ষা আন্দোলন কমিটি।
বড়াল রক্ষা আন্দোলন কমিটির সভাপতি ডা: অঞ্জন ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম। সূচনা বক্তব্য দেন, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস. এম. মিজানুর রহমান।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএম আই এর অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল মুতালিব, চাটমোহর রেঁস্তোরা মালিক সমিতি’র সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার বলেন, ‘আমাদের কথার সাথে কাজের মিল না থাকায় অধিকাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না।’ তিনি পৌরসভা থেকে বড়াল নদীকে অবমুক্তি দিয়ে উপজেলা পরিষদের কাছে ন্যস্ত করার আহবান জানিয়ে বলেন, ‘বড়াল নদী উপজেলা পরিষদের অধিনে আসলে নিশ্চয়ই আমরা বড়াল নদী’র সৌন্দর্য্যবর্ধনে একাধিক প্রকল্প গ্রহণ করবো।