মুজিব বর্ষ উপলক্ষ্যে চাটমোহরের ৩০ ভূমিহীন ঘর পাচ্ছেন

মুজিব বর্ষ উপলক্ষ্যে ২০২০-২০২১ অর্থ বছরে পাবনার চাটমোহরের ৩০ জন ভূমিহীন সরকারী ঘর পাচ্ছেন। প্রতিটি ঘর বাবদ বরাদ্দকৃত টাকার পরিমান ১লাখ ৭১ হাজার। ভূমিহীনদের ক শ্রেণীর ভূমিতে এসব ঘর নির্মাণ করে দেওয়া হবে। এ লক্ষ্যে জায়গা নির্ধারণের কাজ চলছে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, ঘর নির্মাণের জন্য লটারীর মাধ্যমে গুনাইগাছা, ডিবিগ্রাম ও নিমাইচড়া ইউনিয়ন নির্বাচিত হয়েছে। প্রত্যেক ইউনিয়নে আপাতত ১০ টি করে ঘর নির্মাণ করা হবে। ঘর গুলো পেলে গরীব দুস্থ ভূমিহীনরা উপকৃত হবে। সরেজমিন পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত ভূমিহীন দুস্থ্য অসহায় ব্যক্তি বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহসান জানান, ২০১৮-২০১৯ অর্থবছরে প্রথম পর্যায়ে সরকারী ভাবে ১শ ২৭ দুস্থ্যকে ঘর নির্মণ করে দেওয়া হয় ; যার প্রতিটির নির্মাণ ব্যয় ছিল ১ লাখ টাকা করে। দি¦তীয় পর্যায়ে একই নির্মাণ ব্যয়ে ৩৬ টি ঘর নির্মাণ করে দেওয়া হয়। ২০১৯-২০২০ অর্থবছরেও ২১ জন গরীব দুস্থ্য ব্যক্তিকে সরকারি উদ্যোগে ঘর তৈরী করে দেওয়া হয় যার প্রতিটির জন্য বরাদ্দ ছিল ১ লাখ ২০ হাজার টাকা করে।