গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
আসন্ন গুরুদাসপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে গণসংযোগের পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী। এবার গুরুদাসপুর থানা শিক্ষাসংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে ব্যাডমিন্টন খেলার মাঠ পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মেয়র শাহনেওয়াজ আলী।
বৃহস্পতিবার বেলা ১১টায় ওই ব্যাডমিন্টন খেলার মাঠ উদ্বোধনের সময় শিক্ষাসংঘ স্কুলের কাঁচা ক্যাম্পাস পাকাকরণ করার প্রতিশ্রুতি দেন তিনি। এসময় পৌর প্রকৌশলী মো. সেলিম রেজা, কাউন্সিলর শফিকুল ইসলাম, কালাম ফকির, আবু সাঈদ, স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক মোল্লা, সোহরাওয়ার্দী মাস্টার, আরিফ মোল্লা, সোহরাওয়ার্দী শাহ, জহির শাহ, শামীম প্রাং, রাজ্জাক মুন্সি সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাডমিন্টন খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, খেলার মাঠ পাকাকরণ কাজের উদ্বোধন শেষে মেয়র শাহনেওয়াজ আলী চাঁচকৈড় পুরানপাড়া ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দাবি ও কথা শুনছিলেন। জনগণের বিভিন্ন দাবিকে বাস্তবায়িত করতে আসন্ন পৌর নির্বাচনে আবারো পৌরবাসীর সেবা করার সুযোগ চান মেয়র শাহনেওয়াজ। সেই সাথে উপস্থিত জনগণ তাকেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।