নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদে কর্মরত বিভাগ সমূহের সাথে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সমন্বয় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আব্দুল জব্বার মন্ডল, আয়েন উদ্দীন, আসলাম আলী আসকান, আলমগীর হোসেন, মকবুল মৃধা, আব্দুল হাকিম প্রামানিক, মাহামুদুর রহমান মিলন, কামাল হোসেন, ইউপি সচিবদের মধ্যে আব্দুল বারী, আব্দুল মান্নান, রেজাউল করিম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ। এদিকে ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগ সমূহের কার্যক্রম অগ্রগতি উপস্থাপন ও এর অর্জন, শিখন এবং উত্তমচর্চাসমূহ চিহ্নিতকরণ বিষয়ে বিভাগ ভিত্তিক উপস্থাপনা এবং আলোচনা করেন ইএএলজি প্রকল্পের ডিএফ আবু হেনা মোস্তফা কামাল। উক্ত সমন্বয় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, সচিব, সংরক্ষিত মহিলা সদস্য ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বাস্তবায়নে সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও উত্তরণের উপায় নির্ধারণপূর্বক ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন প্রধান অতিথি শাহানা আখতার জাহান।#