লালমনিরহাটে ট্রেন ও পাথর বোঝাই ট্রাকে সংঘর্ষ আহত ১০

২৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন ছেড়ে আসা  যাত্রীবাহি ট্রেন ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হাতিবান্ধার ঘুন্টি ঘর নামক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় যাত্রীবাহি ট্রেনের চালক জহুরুল ইসলামসহ কমপক্ষে ১০ জন ট্রেন যাত্রী আহত হয়েছে। সংর্ঘষের সময় বিকট শব্দে যাত্রীবাহি ট্রেন হতে লাফিয়ে পড়ে যাত্রীরা আহত হয়। সংর্ঘষে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকের ক্ষতি হয়েছে। আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। ট্রাক চালক ও হেলপার পাথর বোঝাই ট্রেকটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউনিটর যাত্রীবাহি ট্রেনটি দুপুর ১২ টায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন গন্তব্যে দিকে ছেড়ে যায়। ওই সময় স্টেশনের প্রায়  কয়েকশত মিটার দুরে ঘুন্টি (৫৩৩/০ কিঃমিঃ) স্থানে একটি পাথর বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-২৪-১৬৬৬) সাথে ধাক্কা লাগে। সংর্ঘষে যাত্রীবাহি ট্রেনের ইঞ্জিন ও পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এব্যাপারে লালমনিরহাট রেলওয়ে ম্যানেজার জানান, বিষয়টি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।