ভেষজ ওষুধ অনুমোদন দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আরও দুই সংস্থার গবেষকরা এই ভেষজ ওষুধের তিন পর্যায়েরর ট্রায়ালের প্রোটোকল তৈরি করেছে। ওই ওষুধের সুরক্ষার বিষয়টিতে বিশেষ নজর দেওয়ার কথাও বলা হয়েছে।
এ নিয়ে প্রম্পার টিউমিসিম নামের বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন আঞ্চলিক পরিচালক বলেন, যদি ভেষজ ওষুধ নিরাপদ, কার্যক্ষম এবং গুণগত হয় তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্রুত এবং বৃহৎ আকারে এর উৎপাদনের জন্য সুপারিশ করবে।
মাদাগাসকাররে প্রেসিডেন্ট কিছুদিন আগে এক বিশেষ পানীয়ের কথা বলেছিলেন, যা ম্যালেরিয়ার চিকিৎসায় সফল হিসেবে প্রমাণিত ‘আর্টেমিসিয়া’ গাছ থেকে তৈরি। তবে মাদাগাস্কারের এই বিশেষ পানীয় দিয়ে ট্রায়াল চালানো হবে কিনা সেই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সেই বিষয়ে কিছু বলা হয়নি।