পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) আসনের আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৩জন প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়েছে। পাবনায় সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখের কার্যালয়ে বুধবার প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীক বরাদ্দ হয়।
জেলা নির্বাচন অফিসার জানান, ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিনে কোন প্রার্থী প্রত্যাহারের আবেদন না করায় দাখিলকৃত তিনজনই প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরুজ্জামান বিশ্বাস (নৌকা), বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) এবং জাতীয় পার্টির রেজাউল করিম (লাঙ্গল)।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের ভোট গ্রহন করা হবে।
প্রসঙ্গত: গত ২ এপ্রিল এই আসনের এমপি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যু হলে আসনটি শূন্য হয়