নাটোরে করোনায় একজনের মৃত্যু

শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার চতুর্থ দিনেই মারা গেলেন নাটোর শহরের সোমা প্যাথলজির প্রতিষ্ঠাতা ওয়াজেদ আলী (৭১)। গতকাল শনিবার রাতে শহরের কানাইখালীর নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে তাঁকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।সোমা প্যাথলজি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক ওয়াজেদ আলীর করোনার সংক্রমণ শনাক্ত হয় গত মঙ্গলবার। একই দিন ওই প্রতিষ্ঠানের এক কর্মীরও করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শে তাঁরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।গতকাল রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে ওয়াজেদ আলীর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। কিছুক্ষণ পরই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। আজ সকাল নয়টায় গাড়িখানা মসজিদ চত্বরে জানাজা শেষে স্বাস্থ্যবিধি মেনে
তাঁকে গাড়িখানা কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।ওয়াজেদ আলী নাটোর আধুনিক সদর হাসপাতালের চিফ মেডিকেল টেকনোলজিস্ট ছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর তিনি শহরের কানাইখালী এলাকায় সোমা প্যাথলজি নামে একটি ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলেন। তাঁর মৃত্যুতে নাটোরের চিকিৎসা অঙ্গনে শোকের ছায়া নেমে
এসেছে।