শার্শায় বালু উত্তোলনে দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা ; যন্ত্রাংশে আগুন

ইয়ানুর রহমান : যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনকারী শাহিন হোসেন(৪০)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ ২লক্ষ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(২৬আগস্ট) দুপুর২টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। শাহিন বসন্তপুর গ্রামের মৃত:রবিউল ইসলামের ছেলে।

নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার রাসনা শারমিন মিথি বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে এ জরিমানা করা হয়। এবং বালি উত্তোলনের ব্যাবহৃত যন্ত্রাংশে আগুনে জ্বলিয়ে ধ্বংস করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার রাসনা শারমিন মিথি । এসময় ঘটোনাস্থলে গোড়পাড়া পুলিশ উপস্থিত ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।