বীরগঞ্জে রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালত অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারশত মিটার পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ডালিম সরকার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে শতগ্রাম ইউনিয়নে পশ্চিম রাংগালীপাড়া গ্রামের ভূল্লী নালা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের উপকরণ পাইপ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত ওই পাইবগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার জানান, সরকারের নীতিমালা ভঙ্গ করে অবৈধ উপায়ে ভূল্লী নালা থেকে গর্ত করে বালু উত্তোলনের বিষয়টি নজরে আসে, আমি নিজে গিয়ে দেখি ড্রেজার মেশিন বসানো আছে। পরে বালু উত্তোলনের উপকরণ পাইপ ধ্বংস করা হয়েছে। পরিবেশের নালা ও নদীর তীর রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে ।