বগুড়ায় বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) বগুড়া জেলা শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী স্বাস্থ্যবির্ধি মেনে বৃক্ষরোপণ কর্মসূচী, কেক কর্তন এবং আলোচনা সভা আয়োজনের মাধ্যমে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন।
বিএমটিপি বগুড়া জেলা শাখার সভাপতি মোজাফ্ফর হোসেন বাদল এবং সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের ১ম পর্যায়ে সোমবার দুপুরে শহরের স্টেশন ক্লাব সংলগ্ন নিজ কার্যালয়ে বিএমটিপি নেতৃবৃন্দদের সাথে নিয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন এবং মুজিববর্ষে প্রধানমন্ত্রী ঘোষিত ৩ মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বিএমটিপির বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংগঠনের উপদেষ্টা ডা: সামির হোসেন মিশু। করোনা দুর্যোগের শুরু থেকে সেচ্ছাশ্রমের ভিত্তিতে করোনার নমুনা সংগ্রহ এবং পরীক্ষার ব্যবস্থাকরণে কাজ করে আসা বিএমটিপি’র একঝাঁক তরুণ সেচ্ছাসেবী ও নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা জানাতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মাঝেই মঙ্গলবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে যেখানে করোনা দুর্যোগের শেষ পর্যন্ত নিজেদের সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে মানবতার সেবায় নিয়োজিত থাকার লক্ষ্যে সকলে প্রতিশ্রুতিও গ্রহণ করেন। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়ার সহ-সভাপতি আকলাকুর রহমান, সহ-সভাপতি শফিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ও রতন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আল-আমিন এবং মুজাহিদুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক জনি মিয়া, আব্দুর রহমান শেখ রানা, আরিফুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর আলম, শুভ সরকার বাপ্পী, আমিরুল ইসলাম, আব্দুল কাদেও, রাহাত, নিশান প্রমুখ।