মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যায়নরত ঈশ্বরদীর শিক্ষার্থিদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার বিকেলে ঈশ্বরদীর অরোণকোলা হারু খালির মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের এমপি’র পুত্র গালিবুর রহমান শরীফ। এসময় গালিব শরীফ বলেন, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বৃক্ষ রোপনের জন্য ঘোষণা দিয়েছেন। জননেত্রীর এই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে ঈশ্বরদী ও আটঘোরিয়াকে সবুজায়ন করার লক্ষ্যে গাছ লাগানোর কাজ শুরু করলাম। বছর ব্যাপি এই কার্যক্রম অব্যাহত থাকবে। বৃক্ষ রোপণের আমার এই কার্যক্রমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যায়নরত ঈশ্বরদী ও আটঘোরিয়ার শিক্ষার্থিরা সহযোগিতা করছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ ইকবাল, জাহাঙ্গিরনগর বিশ^বিদ্যালয়ের পাবনা কল্যাণ কল্যাণ সমিতির সভাপতি আমানুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অর্নব হাসান, ছাত্রলীগের ডুয়েট শাখার সভাপতি সাহানুর ইসলাম, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের হ্যাপি গুপ্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাউছার আহমেদ জীবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহসান হাবিবসহ শতাধিক শিক্ষার্থি এসময় উপস্থিত ছিলেন।