শেরপুরে ভ্রাম্যমান আদালতে হেরোইন সেবনের অপরাধে ১বছরের বিনাশ্রম কারাদ-

শেরপুর জেলা শহরের পৌরসভার কবসা মোল্লাপাড়া মহল্লায় ২৬জুলাই রবিবার দুপুর ১টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হেরোইন সেবনকারী মো.আব্দুল মোতালেব (৩৮) নামে এক হেরোইন সেবীকে ভ্রাম্যমাণ আদালতে ১বছরের বিনাশ্রম কারাদ- ও ২শত টাকা জরিমানা করা হয়েছে। দ-প্রাপ্ত মো. আব্দুল মোতালেব কসবা মোল্লাপাড়া গ্রামের মোঃ সামছুল হকের ছেলে। জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর নির্দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে রবিবার দুপুরে শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া গ্রামে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত মো. আব্দুল মোতালেবকে তার বসতঘরে হেরোইন সেবনকালে ১পুড়িয়া হেরোইনসহ তাকে হাতেনাতে আটক করে। পরে হেরোইন সেবন করার অপরাধে মো. আব্দুল মোতালেবকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮সালের ৩৬ (১) এর ১৬ ধারায় দোষী সাবস্থ্য করে ১বছরের বিনাশ্রম কারাদ- ও ২শত টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে আরো ৭দিনের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক এমদাদুল হক, উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই ওবায়দুল হক, মাহবুবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি মো. হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন।