বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার চারটি (অলংকারী, খাজাঞ্চী, দেওকলস, দশঘর) ইউনিয়নে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংকটময় পরিস্থিতি মোকাবেলা ও বন্যার্ত অসহায়-দরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।উপজেলার হাজী ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অলংকারী ইউনিয়নের ১২৬টি পরিবারের সদস্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে খাজাঞ্চী ইউনিয়নের ১২০টি পরিবারের সদস্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা বুরহান হোসেন। এর পূর্বে বুধবার সকালে দেওকলস ও বিকেলে দশঘর ইউনিয়নের ১২১টি করে পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান সমছুর সভাপতিত্বে ও মছব্বির আলী ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েকুর রহমান মেম্বার, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের প্রভাষক এম এ ওয়াহাব, বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রভাষক আবদুস শহিদ, হাজী ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রইছ আলী, সমাজসেবক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, আবদুল মতিন, আলহাজ্ব আরশ আলী গণি, সংগঠক আবদুর রকিব, মুহিবুর রহমান, এনামুল হক মাক্কু। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ সাইদুর রহমান।মাইজগ্রাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে দেওকলস ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বারের সভাপতিত্বে ও সংগঠক কামাল আহমেদ মাছুমের পরিচালনায় এবং দশঘর ইউনিয়নে হযরত শাহচান্দ শাহকালু আলিম মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবদুল মুক্তাদির খানের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, সমাজসেবক আবদুল মতিন, শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান, সমিতির ইউনিয়ন প্রতিনিধি নুরুল ইসলাম খান।অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার গৌছ আহমদ বাবুল, আমির উদ্দিন, আবদুল মতিন, সমাজসেবক আবদুস সালাম, সংগঠক আমিনুর রহমান চুনু, আফতাব উদ্দিন, হাজী মছব্বির আলী ফাউন্ডেশনের সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি বাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, অর্থ সম্পাদক সুয়েব আহমদ, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য সাইদুর রহমান, ইমাদ আহমদ, লাকী মিয়া প্রমুখ।বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়নে সর্বমোট ১ হাজার ২৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।