শেরপুরে বন্যার পানি দেখতে গিয়ে নিখোঁজ হলেন স্কুল শিক্ষক!

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া মৃগী নদে বন্যার পানি দেখতে গিয়ে ২৬জুলাই রোববার দুপুর ১টার দিকে নাইম (২৫) নামে এক স্কুল শিক্ষক বন্যার পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন। নাইম সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের সায়েদুল ইসলামে ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজার এলাকার ডেফোডিল কিন্ডার গার্টেনের শিক্ষক নাইম পার্শ্ববর্তী খুনুয়া বাজারের পার্শ্বে মৃগী নদে রোববার দুপুরে বন্যার পানি দেখতে যায়। এসময় হঠাৎ নাইম ওই নদে পড়ে যায় এবং সাঁতার না জানায় পানির তোরে সে ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে শেরপুর ও ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল বিকেলে ঘটনাস্থল গিয়ে নিখোঁজ শিক্ষক নাইমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া শিক্ষক নাইম এর নিখোঁজের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।