করোনা ভাইরাস সংক্রমণ (কোডিভ-১৯) পরিস্থিতিতে অতিদরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের মাঝে ২৬ জুলাই রোববার সকালে গাজীরখামার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের সুবিধাবঞ্চিত দুস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রত্যেককে ১০ কেজি করে চাল ও ৪টি করে মাস্ক বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, গাজীরখামার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদুল ইসলাম আওলাদ। এসময় সহকারি ট্যাগ অফিসার শালচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, ইউনিয়ন পরিষদ সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মিলন চন্দ দাস, আব্দুল মোতালেব, মাতাব্বর আলী, শাহজাহান আলী, হাসমত আলী ডালিম, সংরক্ষিত সদস্য ছাইফুন নাহার, নূর নাহার সহ ওই ইউনিয়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে গাজীরখামার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদুল ইসলাম আওলাদ জানান, অতিদরিদ্র, অসহায় সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাজীরখামার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬০০ জন কার্ডধারী মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল ও ৪টি করে মাস্ক বিতরণ করা হয়।