আবু ইসহাক, সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে স্মরনীয় করে গেলেন রাজশাহী রেণ্জ ডিআইজি মোঃ শাহজাহান বিপিএমবার পিএইচডি।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ এবিএম হাবিবুল ইসলাম জানান, ৩ মার্চ সোমবার দুপূরে রাজশাহী রেণ্জ ডিআইজি মোঃ শাহজাহান বিপিএমবার পিএইচডি পাবনার সাঁথিয়া থানায় পরিদর্শন শেষে রাজশাহী ফেরার পথে আতাইকুলা থানা পরিদর্শন করেন। থানার বিভিন্ন দিক নির্দেশনামুলক আলোচনা করেন। পরে তিনি থানা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে স্মরনীয় করেন।
