আদমদীঘিতে খামার থেকে চারটি গরু চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে একটি খামার থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (২ মার্চ) দিবাগত রাতে চোরেরা কদমা গ্রামের ইঞ্জিনিয়ার রুহুল আমিন নামের ব্যক্তির হ্যাচারিতে গরুর খামারের সেড থেকে গরু গুলি চুরি যায়।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ও খামার মালিক ইঞ্জিনিয়ার রুহুল আমিন জানান, আদমদীঘি উপজেলার কদমা গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম মোহাম্মাদ আলীর ছেলে ইঞ্জিনিয়ার রুহুল আমিন তার ভাইয়েরা কদমা মৎস্য প্রযেক্টের রাস্তার পাশে তাদের হ্যাচারি ও গরু পালনের খামার বা সেডে রয়েছে। ওই সেডে বিদেশী জাতের ছোট বড় ৮টি গরু লালন পালন করা হয়। গত রোববার দিবাগত রাত ১১ টার পর চোরচক্র উক্ত খামারের দরজার তালা কেটে বিদেশী জাতের ৪টি গরু চুরি করে ট্রাক যোগে নিয়ে যায়। গরু চারটির বর্তমান বাজার মুল্যে প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে খামারের মালিক ইঞ্জিনিয়ার রুহুল আমিন জানান। এ চুরি ঘটনায় থানায় অবহিত করা হয়েছে।