জননী মা এর চরন

জননী মাগো,
দুগ্ধ চুষতে, বুকে ব্যাথা লাগেনিতো
যদি লাগে,ক্ষমা করে দিও মাগো।।

দশ মাসে,তুমার গর্বে,কষ্ট দিসিতো
হাটতে,চলতে,বসতে,
কাজে,শুতে,খেতে,বেদনার ব্যাধে
শুনতাম তুমিও ডাক দিতে মাগো
জানি মাগো,তখন খুব কষ্ট হতো।।

জননীগো,ক্ষমা করে দিও।।

কষ্ট তোমার অন্তবিহীন,
ধৈর্য তোমার প্রভুর দেওয়া, অসিম,
তুমি সুশিল,শীতল,সহ্যময়ী,মহীয়ান,
তুমি বিদ্যান,অসুরকে সুরে ছন্দে
বীনা তারে বেঁধে,কন্টে বাজাঁও,,
ধ্বনিকে প্রতিধ্বনির স্পর্শে ধমনীতে
বিধিঁয়ে মধুর কন্টে উচ্চারণ করাও।।
তুমিকি দুর্বল,সহ্যহীনা,অস্বস্তি,
কখনো বোধ করো নিতো,মাগো।।

অসহ্য যন্ত্রণা যদি পেয়ে থাকো কখনো
জননী গো,,নিজ গুনে ক্ষমা করে দিও।।

মাগো তুমাকে কত দেখেছি গো,
মলিন কখনো,মায়াবী কখনো,
মমতা কখনো,বিশালতা কখনো,
তুমার হৃদয়ের ভালোবাসার অনন্তো গভীরতা মাপার যন্ত্র নাইতো।।
আমি তোমাকে বুজিনি কখনো,মাগো
আড়ালে কষ্ট বুকে চেপে কতো হেসেছো,
ক্ষমা পাওয়ার যোগ্য আমি নয়তো।।

জননীগো,মমতার তরে,ক্ষমা করে দিও।।

মাগো,দেখেছি কতো, হয়ে মুগ্ধ বিমুগ্ধ,
মায়াময়ী,রসালোমাখা,মানবতার হুঙ্কার,
তুমি সত্য, তুমি অনন্ত,তুমি কভু হও দন্ড,
বিশ্বলয়ের রক্তিমউদিত,ন্যায়উদ্দামের
অপরাজিত,কর্তব্যপরায়নে উন্মোচিত,
বিচারবোধে সু ধর্মকল্পিত,দুঃসাধ্যতার পরিকল্পিত পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ বিবেক উদ্ভাবনের অনন্য সুধায়নের প্রকাশের বিকাশ।।
সেই ছোঁয়া আমার লাগেনি মাগো,
আখিঁ জলে তুমি ভিজেছো কতো,
বুঝতে দাওনি কভু,আড়ালে মুছেছো।।

জননী গো,দূঃখ পেয়েছো তবু মাগো
তোমার বুকের ধন,ক্ষমা করে দিও।।

বাছিয়েছো কতো,দূর্ঘটনায় নিমিত্ত
বিনাশের কবলের সমাপ্তিগত উচ্ছাসের
অবকাশে গড়া অনুধ্বারিত,নিরাশাকৃত নিরাপত্তাহীন,দূর্গম দুঃসহ,
অপসারীত,অপেক্ষাকৃত,হৃদয়কোংরানো,
শেষ হওয়া,মিশে যাওয়া অস্তিত্বের অস্তিত্বকে নির্ণয় করে দিয়েছো সসীমের প্রাণোবন্ত দিগন্তের আওয়াজ।।
মাগো,আমিতো অবুঝ অবলা,
তুমিতো,সুরুজে সবলা,কিরনের প্রতিবিম্বিত উজ্জলতর প্রদীপের আলোক
শিখায় আলোকিত সঞ্চয়কৃত গুনাম্বিত
নিজ আকৃতিতে পরিস্ফুটিত,অলৌকিক
প্রজ্বলিত সর্বসম্বলিত অমুল্য সম্বলের সম্মানিত সমাহার।।
জননী গো, তাইতো তুমি সকল সৃষ্টির
উন্মোচিত সর্বশ্রেষ্ঠ প্রত্তত্তর সৃষ্টিদ্বাড়ঁ।।

অন্ধ চক্ষু মোদের,চিনিনা মাগো
তোমারি আশীর্বাদে যদি হতে পারি
পরশ পাথরের মতো,ছোয়াঁ লেগে হবে কতো অচিরে তাজা দুধের মতো।।
তোমারি চরণে থাকিবো জনমে,
তবু মাগো, তুমি ক্ষমা করে দিও।।

জননী গো,সন্তানেরে যা দিয়েছো,
প্রেম ভালোবাসায় জীবন দিয়ে
প্রতিপন্ন হয়ে,জীবন গড়েছো,
বিনিময়ে মাগো,কি পেয়েছো।।
দিতে পারিনিতো কিছু মাগো
তবু আমাকে তুমি ক্ষমা করে দিও।।

জননী,গো তুমি অক্লান্ত পরিশ্রমের তুলনাহীনা নারীর অসাধ্য সাধনের
প্রভুপ্রদত্ত উত্তমোত্তম ক্ষমতাধারীনী।।
তোমারি চরণে দিয়ে ঠাঁই,জননী গো,
শুদ্ধ চরনে দাসী করে রাখিও মাগো।।
শুদ্ধতায় জীবন সফল করে দিও।।
জীবন সফরে,উন্নতির তরে মাগো,
দোয়া আশীর্বাদ করতে থাকিও।।

তুমি কোথায়,যেথায় আছো মাগো
সুখের অবিলাশে সুখে থাকিও,
আমাদের নিজ গুনে,জননীর জনমের
মাতৃত্বের তরে,সকল সন্তানদের
তুমি ক্ষমা করে দিও,জননী গো।।