চাটমোহর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের আমন্ত্রণে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সন্ধ্যাকালীন বৈঠক অনূষ্ঠিত হয়েছে।
২৮ জুন রবিবার সন্ধ্যায় চাটমোহর ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের শুভেচ্ছা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নবাগত ওসি আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
ওসি মো. আমিনুল ইসলাম তার দায়িত্ব পালনে ব্যবসায়ী সমাজের সহায়তা কামনা করে বলেন, ‘মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাবে। পুলিশ বিভাগে আমার যথেষ্ট সুনাম রয়েছে। চাটমোহর থানায় দায়িত্ব পালনকালে আমার অর্জিত সুনাম অক্ষুন্ন রাখতে চাই। চাটমোহর উপজেলার আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব আপনাদের হাতেই। আমরা পুলিশ বাহিনী সকল শ্রেণি-পেশার মানুষের সহায়তায় আইন শৃংখলা রক্ষায় কাজ করতে চাই।
বৈঠকে অনুষ্ঠানে চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন পুলিশ প্রশাসনকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। একই সাথে তিনি স্থানীয় ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় পুলিশ প্রশাসনের প্রধান হিসেবে ওসি মহোদয়ের সহায়তা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল মুতালিব, কোষাধ্যক্ষ মো. ইউনুস আলী।