রাজনগরে পূর্ব শক্রুতার জের ধরে সন্ত্রাসী কায়দায় প্রায় ৩০শতক ধানী জমি ( পৈত্রিক মৌরসী সম্পত্তি) ট্রাক্টর দিয়ে
নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৭নং কামারচাক গ্রামের মশাজান গ্রামের লুৎফা বেগম ওরফে পর্তঙ্গা (৪৫) ও
তার বোন রাবেয়া বেগম, নাজমুল ও আখল মিয়া আহত হয়েছেন। এ সময় স্থানীয় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসতালে প্রাাথমিক চিকিৎসা
করান। ঘঠনাটি ঘঠেছে গত ১০ জুন সকাল ১১টায় ভুক্তভোগী লূৎফা বেগম এর ধানী জমিতে। প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার ঘঠনাঠি গতকাল ভিড়িওসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও নিন্দার ঝড় উঠে। এ ঘঠনায় ভুক্তভোগী লুৎফা বেগম ওরফে পর্তঙ্গা রাজনগর থানায় কামলগঞ্জ উপজেলার বৃন্দাবনপুর গ্রামের মৃত আরফান উল্যা‘র পুত্র সুন্দর মিয়া, তার পুত্র দুরুদ মিয়া, চেরাগ মিয়াসহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজনগর থানার পুলিশ ও স্থানীয় ইউনিয়নের
চেয়ারম্যান ঘঠনাস্থল পরিদর্শন করেছেন। সুত্রে জানা গেছে- লুৎফা বেগম ওরফে পর্তঙ্গাগংদের দীর্ঘদিন যাবং একটি চক্রের মাধ্যমে একাধিক মামলা
মোকদ্দমা (জিআর মামলা নং-২৬/১১ইং, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট- সিআর মামলা নং- ১৩২/১৩, যুগ্ন জেলা জজ আদালতে স্বত্ত মামলা নং- ০৬/১৪ইং)
সহ একাধিক বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করে আসছে। বর্তমানে রাজনগর সহকারী জজ আদালতে (স্বত্ত মামলা নং- ১১৪/২০১০ইং, বিচারাধীন
রয়েছে। ভুক্তভোগী লুৎফা বেগম জানান- পৈত্রিক মৌরসী সম্পত্তি নিয়ে তাদের প্রবাসী বোন ও তাদের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে। গতকাল যারা এ
হামলা চালিয়েছে তারা বহিরাগত।