বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে শনিবার রাতে শহরের
চারমাথা এবং বৃন্দাবনপাড়া এলাকা থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনারপুর এলাকার আক্তারুল হোসেনের ছেলে শাহাদত হোসেন (২৫), নওগাঁ জেলার কাশিপুর থানার মৃত: হুরমত আলী মন্ডলের ছেলে আব্দুল জলিল এবং সদরের ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার মৃত: শামসুল আলমের ছেলে নাজমে আলম (৩২)।
গ্রেফতারকৃতদের প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আছলাম আলী পিপিএম এর সাথে কথা বললে তিনি জানান, করোনা দুর্যোগের সুযোগ নিয়ে গ্রেফতারকৃতরা আইনের চোখে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের
ভিত্তিতে তাদের গ্রেফতারের পর ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তিনি আরো জানান জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে বগুড়া থেকে মাদকের শিকড় নির্মূল না হওয়া পর্যন্ত মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।