সুরক্ষিত ব্যবস্থাপনায় করোনায় আক্রান্ত জাহানারা বেগম (৬৫) এর মৃতদেহের দাফন ঈশ্বরদীতে রবিবার রাতে সম্পন্ন হয়েছে। জাহানারা বেগম (৬৫) সকালে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তবে বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে এবং ডায়াবেটিস রোগেও ভুগছিলেন বলে জানা গেছে। তিনি ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের পূর্ব মানিকনগর গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই এবং জাতীয় সংসদ সদস্য শেখ হেলাল ও শেখ জুয়েলের আপন খালা ছিলেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী সুরক্ষিত ব্যবস্থাপনায় করোনা আক্রান্ত জাহানারা বেগমের দাফনের বিষয়টি নিশ্চিত করে জানান, এশার নামাজের পর রাত সাড়ে নয়টার দিকে পারিবারিক গোরস্তানে ইসলামী ফাউন্ডেশনের ৪ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী সংক্ষিপ্ত জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এসময় তিনি নিজে উপস্থিত ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান এবং সলিমপুর ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু উপস্থিত ছিলেন।
জানা যায়, ।