এসএসসি-১৬ ব্যাচ মানবতার সেবক সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের হাতে তুলেদিলেন ইফতার সামগ্রী

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন গ্রামে হলেও একে অপরের ভাল বন্ধু। করোনা দূর্যোগের মাঝে বন্ধুরা মিলে দাঁড়িয়েছেন কর্মহীন অসহায় মানুষের পাশে। নিজেদের হাত
খরচের টাকা দিয়ে অসহায় মানুষের হাতে তুলে দিলেন ইফতার সামগ্রী।
তারা সবাই ২০১৬ সালে এসএসসি পাশ করেছেন। বর্তমানে তারা বিভিন্ন কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী।
এসব তরুণরা নিজেদের হাত খরচের টাকা দিয়ে ইফতার সামগ্রী নিয়ে মানুষকে সহযোগিতা করার উদার মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
৩ মে রোববার বিকেল সাড়ে চারটার দিকে বন্ধুরা একত্রে উপস্থিত হয়ে চাটমোহর পৌর সদর, জাবরকোল, চড়ইকোল গ্রামে ইফতার
সামগ্রী বিতরণ করেন তারা। এরপর উপজেলার মথুরাপুর, বাহাদুরপুর গ্রামে ঘুরে ঘুরে বেশকিছু অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দেন ইফতার সামগ্রী। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজ, স্যালাইন। সবমিলিয়ে ৫০ জনের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মানবতার সেবক এসএসসি/২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী সংগঠন এর তত্ত্বাবধায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।তারা জানান, আগামী ঈদুল ফিতরের আগে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছেন। তাদের আহবান যদি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি তাদের পাশে দাঁড়ালে উদ্যোগ সফল হবে।