নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
অবশেষে রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। (২২ সেপ্টেম্বর রবিবার) রাতে শ্রীপুর ইউনিয়নের জামতলা নামক বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে একটি সুত্র নিশ্চিত করেছেন। তবে ৫ আগস্টের সন্ত্রাসী কর্মকান্ড ও লোকজনকে গুলি করে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে মকবুল চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ায় তার ফাঁসির দাবিতে স্থানীয় লোকজন রাতে থানার সামনে মিছিল করেন। এর আগে গ্রেফতার হন গোয়ালকান্দি আ.লীগের সাবেক সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার। তিনি রামরামা গ্রামের সাবেক চেয়ারম্যান জব্বার আলী সরকারের দ্বিতীয় ছেলে। তাকেও এক ব্যবসায়ীকে গুলি করে ও কুপেিয় হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে বাগমারা থানা সুত্রে জানাগেছে। এব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান মকবুর হোসেন মৃধা ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলার পলাতক আসামি। এছাড়া চেয়ারম্যান মকবুর হোসেন মৃধা খয়রার বিলে মৎস্যজীবী হত্যাসহ একাধিক মামলার আসামি। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।