পাবনার সাঁথিয়ায় একজন শ্রমিকের শরীরে করোনা সনাক্ত। উপজেলার চতুরহাটী গ্রাম লকডাউন করলেন প্রশাসন। জানাযায়, চতুরহাটী গ্রামের একজন শ্রমিক ফরিদপুর জেলায় ইটভাটয়ি কাজ করত। সে বাড়িতে আসার পর অসুস্থবোধ করলে গত ২৭ এপ্রিল তার শরীরর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ বুধবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফল প্রজেটিভ আসে।
এ সংবাদে রাতেই উপজেলা প্রশাসন বাড়িটিসহ সম্পূর্ণ গ্রাম লকডাউন ঘোষনা করেন। দুই শ্রমিকের নমুনা সংগ্রহ করলেও একজনের ফলাফল নেগেটিভ আসে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, আমরা পুরা গ্রাম লকডাউন ঘোষনা করেছি। ওই গ্রাম থেকে কেউ জরুরী প্রয়োজন ছাড়া বের হতে ও প্রবেশ করতে পারবে না। গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকগণ পাহাড়ায় থাকবে। পুলিশ ও সেনাবাহিনী প্রতি দিন টহল দিবে। শ্রমিকের পরিবারকে আমরা শুকনা খাবার সরবরাহ করেছি। সকাল থেকে গ্রামের সকলকেই ত্রাণ সরবরাহ করা হবে।