গোলাপগঞ্জে রোজা রেখে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

সিলেটের হাকালুকি হাওরে বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। করোনার সংক্রমণ থেকে বাঁচতে সবাই কার্যত অবরুদ্ধ। তবু দুর্দিনের জন্য ধান ঘরে তুলতে হবে। কৃষকরা মাঠে নামতে ভয় পায়। এমন পরিস্থিতে ২৭ এপ্রিল সমবার রমজান মাসে রোজা রেখে কৃষকদের সাহস দিতে কাস্তে হাতে ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য রাহেল সিরাজের নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ঢাকা দক্ষিন সরকারী কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।

কৃষক কনাই মিয়া (ছদ্ধনাম) বলেন, প্রতি বছর আমরা দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের দিয়ে ধান কাটালেও এবার করোনার কারণে শ্রমিকরা আসতে চাইছেন না। এছাড়া হাওরে জমিতে পাকা ধান রেখে রাতে ঘুম হচ্ছে না। এমন সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দ্বিতীয় দিন মাঠে ধান কেটে আমদের মত কৃষকদের উৎসাহ দিচ্ছেন। এভাবে প্রতিটি দলের নেতা কর্মীরা করোনার সংকটময়ে ধান কেটে কৃষকদের সহযোগিতা করতে এগিয়ে আসে তাহলে বন্যা, ঝড়, শিলা বৃষ্টির আগেই ধান ঘরে তুলা যেতে। এতে দেশের খাদ্য সংকট কমে যাবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য রাহেল সিরাজ বলেন, করোনাভাইরাসের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। বিষয়টি আমাদের নজরে আসে। তাছাড়া ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা মোতাবেক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জের হাকালুকি হাড়রে জমির ধান কেটে দিতে অব্যাহত রেখেছি।