বৈশাখ

আম পাকুক না পাকুক
বৈশাখ আসন্ন।
পাতা ওড়ায় কালবৈশাখী
বৃষ্টি তেও নেই কার্পণ্য।
তপ্ত হাওয়ায় কাঁচা আম
ছড়ায় মিষ্টি গন্ধ,
অলস দুপুর, পাতার নূপুর
বাজছে মৃদুমন্দ।
কোকিল এখনো যায় নি ছেড়ে
চৈতি হাওয়ার শেষে,
ভালোই লাগছে কুহুতান
এই অবেলায় এসে।
গাছে গাছে কিশলয়,
নবীন সবুজ প্রাণ,
চৈতি কান্নায় বৃষ্টি ভাসে
সে ত বিধাতারই দান।
কাঠমালি ফুলের গন্ধে আজ
বাতাস মাতোয়ারা,
কিছু গাছের পাতা উধাও
সাজানো ফুলের তোড়া।