ঘর

ইটের পরে ইট গাঁথুনি
মাথার পরে ছাদ
ও মেয়ে ; ও ঘর নয় রে
দ্ঃুখের পাতা ফাঁদ ।
শক্ত ভিতে পোক্ত হয়ে
সেটাই হবে ঘর ;
বিশ্বাস আর ভালোবাসায়
জুড়লে পরস্পর ।
ও মেয়ে তোর কোনখানে ঘর
কোথায় বা তোর বাড়ি ?
তোর জন্য হেঁসেল আছে ,
আছে মস্ত ভাতের হাঁড়ি ।
তবুও তুই আপন করিস
ছিল যাঁরা পর ;
ভালোবাসার, বাসা বুনে …
তুই ই বানাস ঘর ।