আইইডিসিআর দুই দফায় নাটোর জেলাকে করোনা আক্রান্ত জেলা হিসেবে ঘোষণা করলেও শেখ হাসিনা ঘোষণা দিলেন নাটোর জেলা করোনা মুক্ত।সোমবার সকালে রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি ,চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারীও কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে প্রধান মন্ত্রী জানান, করোনা আক্রান্তে নাটোর জেলা শূণ্য।এসময় প্রধানমন্ত্রী রাজশাহী বিভাগের অন্য সাত জেলার আক্রান্ত করোনা রোগীদের সংখ্যা জানান।
নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ,সংরক্ষিত নারী আসনের সাংসদ রত্না আহমেদ,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ
চক্রবর্তী, জলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের ,পুলিশ সুপার লিটন কুমার
সাহা,পৌর মেয়র উমা চৌধুরী জলি, সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর
রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ জেলা
পর্যায়ের সরকারি দপ্তর প্রধান এবং জনপ্রতিনিধিবন্দ।
এসময় তিনি রাজশাহী বিভাগের করোনা আক্রান্তের সংখ্যা যেন না বাড়ে সেজন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান। এসময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহ্বান
জানানোর পাশাপাশি সংকট উত্তরণে বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।