গোলাপগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

সিলেটের গোলাপগঞ্জে হাকালুকি হাড়রে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে  উপজেলার হাকালুকি হাড়রে একাধিক কৃষকের পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ গ্রামের পরিবারগুলোর অধিকাংশই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে এখন ঝড়-বন্যার পূর্বাভাসও রয়েছে। দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা। তাছাড়া উচ্চ মজুরি দিয়েও তারা শ্রমিক পাচ্ছেন না। এতে তারা বিপাকে পড়েছেন।

কৃষকদের সমস্যার খবর পেয়ে কেন্দ্রীয় সদস্য রাহেল সিরাজের নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলা ও ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মীরা কৃষকের ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।

কেন্দ্রীয় সদস্য রাহেল সিরাজ বলেন, করোনা ভাইরাসের ভয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় হাকালুকি হাড়রে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা।’এ কার্যক্রম অব্যাহত থাকবে।