প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাওরাঞ্চলের পাকা ধান কাটতে ও শ্রমিক সংকট মেটাতে দিনাজপুরের খানসামা উপজেলা থেকে কৃষি শ্রমিক যাচ্ছে হাওরাঞ্চলে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক লিয়ন চৌধুরীর সহায়তায় ৫০জন শ্রমিক সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চলে প্রেরন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো:মাহমুদুল আলম।
বাস ছাড়ার পূর্বে কৃষি শ্রমিকদের মাঝে শুকনো খাবার,সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইকবাল,ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম,উপজেলা কৃষি অফিসার মোঃআফজাল হোসেন,অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন,উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ফারিন আজমি,মাই ফ্রেশ টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো.লিয়ন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস চৌধুরী,উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ প্রমূখ।