মহামারী করোনা

উন্নত শহর আজ থমকে গেছে
করোনা ভাইরাসের করাল গ্রাসে
মৃত্যুভয় মানুষকে ঘরকুনো করেছে
নি:শব্দ শহরের রাস্তা কাঁদছে ত্রাসে

কোনো শপিংমলে দম্পতির ভীড় নেই
পুরো নগরী যেন এক জনশূন্য মরুভূমি
রাস্তার ধারে সবুজ ঘাস জন্মেছে
এ যেন এক প্রাকৃতিক সৃষ্ট তৃণভূমি

উন্নত হাসপাতাল শ্মশানে রুপ নিয়েছে
ডিগ্রিধারী ডাক্তারেরা আজ ভিষণ শঙ্কিত
জ্বর, হাঁচি, কাশি হলেই আইসোলেটেড করছে
মানুষ প্রাণনাশের ভয়ে কাঁপছে হয়ে আতঙ্কিত।