বেখেয়ালি মন টা জুড়ে
ভয় বেঁধেছে দানা ,
বাইরে না কি ওঁৎ পেতেছে
ভিন দেশী এক ছানা ।
ওরে বাবা না না , আমি
বাইরে যাবো না না
বাইরে গেলেই আসবে তেড়ে
দেবে ঘরে হানা ।
চীনের প্রাচীর পেরিয়ে আসা
ভিনদেশী ঐ ছানা
ছুঁলেই না কি ছুঁ- মন্তর
রেহাই পাবে না না ।
জাপটে ধরে সাপটে নেবে
মৃত্যু দেবে হানা
তাই নুন পান্তায় পেট ভরিয়ে
গাইছি সুখে গানা
না না বাজার যাবো না না ।