বীরগঞ্জে ২১ এপ্রিল শতশত ভ‚ক্ষা শাঁওতাল (আদিবাসী) ত্রানের দাবিতে মহাসড়ক অবরোধ-ইউএনও অফিস ক্যা¤পাসে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার আদিবাসী নেতা জোসেব হাসদার নেতৃত্বে করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি শতশত ভ‚ক্ষা শাঁওতাল (আদিবাসী) ত্রানের দাবিতে ইউএও অফিসের প্রধান গেটের সামনে ঢাকা-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
এরপর শতশত ভ‚ক্ষা শাঁওতাল (আদিবাসী) ইউএনও অফিস ক্যা¤পাসে ত্রাণের দাবিতে অবস্থান নেয় ও বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলার মোঃ তাইজউদ্দিন ও মহিলা কাউন্সিলার সাবিনা ২৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ত্রান দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারনা করছে এখন পর্যন্ত ত্রান দিচ্ছে না।
আদিবাসী নেতা জোসেব হাসদা জানান, শিশুদের কান্নাকাটি সয্য করতে না পেরে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তিনি জরুরী ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসির আশু হক্ষক্ষেপ ত্রান প্রাপ্তির জোর দাবি জানান।