কমলগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
সোমবার ১৩ এপ্রিল সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৫টা থেকে তা কার্যকর হবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা প্রতিরোধে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে কেউ মৌলভীবাজারে প্রবেশ এবং মৌলভীবাজার থেকে বের হতে পারবেন না। তবে জরুরি পরিসেবা এর আওতা মুক্ত থাকবে।