মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুরে খোলাবাজারে ন্যায্য মূল্যে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল, ছোলা বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে ১২ এপ্রিল রবিবার সকাল থেকে টাউনের ৩টি পয়েন্টে একযোগে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়।
খবর পেয়ে ক্রেতাদের ঢল নামে। সকালে রৌদ্রের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে নারী পুরুষ পৃথক লাইন ধরে ৫ লিটার সয়াবিন তেল ৪০০ টাকা, ২ কেজি চিনি ১০০ টাকা, ২ কেজি মশুর ডাল ১০০ টাকা, ২ কেজি ছোলা ১২০ টাকা দরে কিনতে দেখা যায়।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে, শ্মশান মোড়ে, বোর্ড বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিং করেন গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আবদুছ ছালাম।
ওই স্থানে টিসিবির ট্রাকে করে টিসিবির ডিলাররা টঙ্গীর দত্তপাড়ার মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ১৫০০ লিটার তেল, ১৫০০ কেজি চিনি, ১৫০ কেজি মশুর ডাল, ৮০০ কেজি ছোলা, চান্দনা চৌরাস্তার মেসার্স জারা সারা এন্টারপ্রাইজ ১৫০০ লিটার তেল, ১৫০০ কেজি চিনি, ১৫০ কেজি মশুর ডাল, ৮০০ কেজি ছোলা, বোর্ড বাজারের মেসার্স আরপি ট্রেডার্স ৭৫০ কেজি চিনি বিক্রি করে।