প্রাণঘাতী করোনা আকান্ত আর মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দেশে দেশে চলছে লকডাউন। সব বন্ধ হলেও পেট কিন্তু চালাতেই হয়। তাই সবকিছুর মধ্যেও খোলা রাখতে হচ্ছে নিত্যপণ্যের বাজার ও ওষুধের দোকানগুলো। তবে সীমিত আকারে এনে দোকান খোলা থাকলেও ঝুঁকি নেই তা কিন্তু বলা যায় না। বিশেষ কাজে হরহামেশাই বের হচ্ছেন বাজার বা দোকানে। এসব জায়গা থেকেও শরীরে প্রবেশ করতে পারে করোনা ভাইরাস। তাই বাজারে বা দোকানে গেলে কিছু বিষয় মেনে চলাটা অত্যন্ত জরুরি। সচেতনার লক্ষ্যে সময় নিউজের পাঠকের জন্য বিষয়গুলো তুলে ধরা হলো।
১. জনসমাগম রয়েছে এমন জায়গা এড়িয়ে চলুন। কোনো দোকানে বেশি ভিড় দেখলে সেখানে যাবেন না।
২. বাইরে বের হলে অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। তবে মুখে কখনো স্পর্শ করবেন না।
৩. বাজার থেকে ফিরে অবশ্যই হাত ধুতে হবে। এরপর বাজারের ব্যাগটিও সাবান পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে রোদে দিন। পলিথিন হলে ফেলে দিন ডাস্টবিনে।
৪. সবসময় বাজার থেকে সতেজ ও তাজা শাক সবজি ও ফল কিনুন। প্যাকটজাত পণ্য কেনার পূর্বে অবশ্যই মেয়াদ আছে কিনা দেখে নিন।
সবসময় বাজার থেকে সতেজ ও তাজা শাক সবজি ও ফল কিনুন। প্যাকটজাত পণ্য কেনার পূর্বে অবশ্যই মেয়াদ আছে কিনা দেখে নিন।
৫. রাস্তায় দাঁড়িয়ে কারো সঙ্গে খোশগল্পে ব্যস্ত হবেন না। দোকানেও অহেতুক সময় নষ্ট করার দরকার নেই।
৬. বাজার থেকে ফিরে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। ব্যবহৃত পোশাক ও জুতাও পরিষ্কার করে নিন।
৭. প্রয়োজনে কয়েকদিনের জন্য বেশি করে বাজার করে রাখুন। এতে করে ঘন ঘন বাইরে বের হতে হবে না।
৮. অবশ্যই বাইরে থেকে ঘরে ফিরে মাস্ক ও গ্লাভস ফেলে দিতে হবে।
৯. বাজার বা দোকান থেকে ফেরার পর গোসল করে নিন। এতে করে আপনি সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত থাকবেন।