বীরগঞ্জে খালেক চেয়ারম্যানের বহুতল ভবন থেকে কষ্টি পাথরের মূর্ত্তি উদ্ধার

বীরগঞ্জের কল্যানী দৈনিক বাজারস্থ আব্দুল খালেক
সরকারের বহুতল ভবন থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্ত্তি উদ্ধার করা হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম প্রাম পুলিশের ও ইউপি সদস্যের উপস্থিতিতে ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় কল্যানী দৈনিক বাজার সংলগ্ন মৃত তছলিম উদ্দিন সরকারের ছেলে আব্দুল খালেক সরকারের বহুতল ভবন থেকে ১৮ কেজি ওজনের আড়াই ফুট দৈর্ঘ্য ও এক ফুট প্রস্থ কষ্টি পাথরের মূর্ত্তি উদ্ধার করেন।
কি পাথরের মূর্ত্তি পরীক্ষা করার জন্য রাতেই জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরন করে
পরীক্ষা-নিরীক্ষার পর মূর্তিটি জেলা প্রশাসকের রাষ্ট্রীয় কোষাধারে জমা রাখা হবে
অথবা ঢাকা যাদু ঘরে প্রেরন করা হতে পারে।
উল্লেখ্য, উপজেলার নিজপাড়া ইউনিয়নে গুন্ডারঝাড় গ্রামের হোসেন হাজীর
হারিপুকুর পূনখনন করতে গিয়ে বেলা ১টায় পুকুরের মাঝ খানে ৮-১০ ফুট মাটির
নিচে ওই কষ্টি পাথরের মূর্ত্তি পাওয়া যায়।
তাৎক্ষনিক ভাবে থানায় বা উপজেলা প্রশাসনের কাছে জমা না দিয়ে খালেক সরকার
বেলা ২টার সময় কষ্টি পাথরের মূর্ত্তিটি কল্যানী দৈনিক বাজার সংলগ্ন (স্কুলের জবর দখলকৃত জমিতে নির্মিতি) বহুতল ভবনে এনে রেখে দেয়।