কলমাকান্দায় করোনাভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক স্প্রে

করোনাভাইরাস সংক্রমণ রোধে নেত্রকোনার কলমাকান্দায় জীবাণুনাশক ওষুধ মিশ্রিত
পানি ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে
তিনদিন ব্যাপী বাউসাম বাজারসহ বিভিন্ন অলিগলিতে এই কার্যক্রম চলমান
থাকবে।
খারনৈ ইউনিয়ন পরিষদ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ
রোধে উপজেলার ৬নং খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক ও একই
ইউনিয়নের বাউশাম গ্রামের মো. নয়ন মিয়ার যৌথ উদ্যোগে এই কার্যক্রম শুরু
হয়। আর এই জীবাণুনাশক ওষুধ মিশ্রিত পানি ছিটানোর কাজে এক দল যুবক
স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে।
খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক বলেন, বিশ্ব মহামারী করোনা
ভাইরাস থেকে খারনৈ ইউনিয়নবাসীর স্বাস্থ্য সুরক্ষায় জীবাণুনাশক ওষুধ মিশ্রিত
পানি ছিটানো চলমান আছে।