দুর্গাপুরে করোনা ভাইরাস মোকাবেলায় গৃহবন্দী খেটে খাওয়া দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

নেত্রকোনার দুর্গাপুরে করোনা ভাইরাস মোকাবেলায় গৃহবন্দী খেটে খাওয়া দুঃস্থ অসহায় মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করলেন দুর্গাপুর পৌর শহরের বিশিষ্ট ব্যাবসায়ী সমাজসেবক মোঃ আলাল উদ্দিন আলাল।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের ৫নং ওয়ার্ডের মুজিবনগড় আশ্রায়ন প্রকল্পের ঘরে ঘরে গিয়ে
পাঁচশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে পাঁচ কেজি চাউল, হাফ কেজি ডাইল ও এক
কেজি করে আলু বিতরন করেন মোঃ আলাল উদ্দিন আলাল। উক্ত খাদ্য সামগ্রী বিতরন কালে সাংবাদিক, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। এসময় আলাল উদ্দিন জানান উক্ত খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে পৌর শহরের ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে বিতরন করা হবে।
অপরদিকে দুর্গাপুর পৌরসভায় আয়োজনে পৌর মেয়র আলহাজ্ব হাজী মাওলানা আব্দুস ছালাম এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থ অসহায় খেটে খাওয়া মানুষদের মাঝে দশ কেজি করে চাউল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রকৌশলী মোঃ নওশাদ আলম সহ ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।