চাটমোহরে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান-হীরা

পাবনার চাটমোহরে করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ থাকায় বেশি দূর্ভোগে পড়েছেন দিনমজুর, শ্রমিক পরিবারগুলো।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণপরিবহণ চলাচল ও দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন প্রশাসন। রাস্তায় মানুষের চলাচল তেমন না থাকায় দুর্দিন চলছে ভ্যানচালকদের পরিবারে। আর
এই সময় অসহায় মানুষগুলোর এখন সবচেয়ে বেশি দরকার খাবার।
বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও রাজনৈতিক নেতারা এগিয়ে আসছে দিনমজুর, শ্রমিকদের পাশে। সাধ্যমতো বিতরণ করছেন খাদ্য সামগ্রী।
এবার অসহায় মানুষগুলোর কথা ভেবে সেই কাজে শামিল হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা। তিনি হতদরিদ্র ভ্যানচালক, দিনমজুর তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার রাতে পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া মঙ্গলবার সকালে পৌর সদরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে তিনি ভ্যানচালকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় খাদ্য সামগ্রী পেয়ে হতদরিদ্র মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। অনেক জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ যেখানে এখনও নিশ্চুপ, সেখানে হীরার এই উদ্যোগকে ইতিবাচকহিসেবে দেখছেন সবাই। তার মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও আহবান জানান তিনি।