বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ ২৭ মার্চ রাত নয়টায় রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার গুরুতর অবস্থায় তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং
সদস্য শায়রুল কবির খান। মৃত্যুকালে সানাউল্লাহ মিয়া দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে যান।
উল্লেখ্য, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ছিলেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্রেন স্টোক হয়েছিল সানাউল্লাহ মিয়ার।বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি।
সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয়সহ বিভিন্ন পর্যায়ে শোকের ছায়া নেমে এসেছে।